ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে স্কুল খুলছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৮, ২৫ মে ২০২০

করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যে অস্ট্রেলিয়ার কিছু কিছু এলাকায় স্কুল খোলার কথা বলা হয়েছে। দেশটির সবচেয়ে বড় রাজ্য নিউ সাউথ ওয়েলসে এ ঘোষণা দিয়ে বাচ্চাদের স্কুলে পাঠাতে বলা হয়েছে। তবে দেশটির অন্যান্য ভিক্টোরিয়া ও কুইন্সল্যান্ডসহ বেশ কয়েকটি রাজ্যে এখনও স্কুল বন্ধ রয়েছে। খবর এবিসি ও বিবিসি’র।

দেশটির শিক্ষা কর্মকর্তারা বলছেন, শ্রেণীকক্ষে দেশটিতে স্বীকৃত দেড় মিটার সামাজিক দূরত্ব বজায় রাখতে সক্ষম হবেন না তারা। স্কুল খুললেও বাচ্চাদের দুপুরের খাবারের বিরতি, সাধারণ পানির ঝর্ণা ব্যবহার, জমায়েত বা শরীরচর্চা, অর্কেস্ট্রা বা সাতার কাটার মতো অতিরিক্ত শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

স্কলগামী ছেলে মেয়েদের অভিভাবকদের বলা হয়েছে যে, তারা যাতে নিজেদের গাড়ি বা পায়ে হেঁটে সন্তানদের স্কুলে পৌঁছে দেন। এতে গণ-পরিবহন এড়িয়ে চলা সম্ভব হবে। সিডনিতে প্রতিদিন অন্তত এক লাখ ১০ হাজার শিক্ষার্থী গণ-পরিবহন ব্যবহার করে।

উল্লেখ্য, করোনা ভাইরাসে অস্ট্রেলিয়ায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭ হাজার ১১৮ জন এবং মারা গেছেন ১০২ জন।

এমএস/এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি