ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

মসজিদে গণহত্যা স্মরণে নিউজিল্যান্ডে প্রার্থনা ও নীরবতা পালন

প্রকাশিত : ২১:১৯, ২২ মার্চ ২০১৯ | আপডেট: ২২:৩৮, ২২ মার্চ ২০১৯

নিউজিল্যান্ডে দুটি মসজিদে এক শ্বেতাঙ্গ উগ্রবাদীর গুলিতে ৫০ জন নিহত হওয়ার ঘটনা স্মরণে আজ শুক্রবার সেদেশের মুসলমানরা দেশব্যাপী প্রার্থনা ও ২ মিনিট নীরবতা পালন করেছে।

দেশটির প্রধানমন্ত্রী জেসিন্দা আরডার্নসহ বিপুলসংখ্যক লোক ওই হত্যাযজ্ঞের শুরু হওয়া মসজিদের বিপরীত দিকের একটি পার্কে দাঁড়িয়ে নীরবতা পালন করেন।

সাদা টুপি পরিহিত একজন মুয়াজ্জিন প্রতি শুক্রবারের মতোই আজ স্থানীয় সময় ১টা ৩০ মিনিটে ‘আল্লাহু আকবার ধ্বনিতে আজান দেন। আল নুর মসজিদের বিপরীতে দাঁড়িয়ে ক্রাইস্টচার্চের হাগলি পার্কে বহু লোক দাঁড়িয়ে এই আজান শুনেন।

একইসঙ্গে রাষ্ট্রীয়ভাবে হতাহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দুই মিনিট নীরবতাও পালন করেছে অকল্যান্ড, ওয়েলিংটনসহ নিউজিল্যান্ডের মানুষ। এমনকি রেডিও, টেলিভিশনেও দুই মিনিট সম্প্রচার বন্ধ রাখা হয়।

প্রতিবেশী অস্ট্রেলিয়ার লোকেরা রাস্তায় এবং বিপণীগুলোতে এ মুহূর্ত উপভোগ করেন।

নিউজিল্যান্ড হেরাল্ডের খবরে বলা হয়, জুমার নামাজের সময় হ্যাগলি পার্কের সমাবেশে জড়ো হয়েছিল প্রায় দশ হাজার মানুষ। মুসলমান রীতিতে কালো কাপড়ে মাথা ঢেকে প্রধানমন্ত্রী আরডার্নও সেখানে উপস্থিত ছিলেন প্রায় আধা ঘণ্টা।

নামাজে আসা মুসলমানদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “নবী মুহাম্মদ (সা.) বলেছেন, পারস্পরিক ভালোবাসা ও সৌহার্দ্য-সম্প্রীতির ক্ষেত্রে বিশ্বাসীরা (মুমিন) সবাই যেন একটি দেহের মতো। দেহের একটি অঙ্গ অসুস্থ হলে পুরো শরীরই যন্ত্রণায় ব্যথায় কাতর হয়ে পড়ে।”

প্রধানমন্ত্রী বলেন, “নিউজিল্যান্ডবাসী আপনাদের মতোই শোকাহত। আমরা ঐক্যবদ্ধ।”

এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি