ঢাকা, মঙ্গলবার   ১২ নভেম্বর ২০২৪

তোমায় অনেক ভালবাসি

মুক্তার হোসেন

প্রকাশিত : ২২:০১, ২৭ জুন ২০২০

মুক্তার হোসেন

মুক্তার হোসেন

যখন জানালার ফাঁক গলিয়ে রোদ্দুর বিছানায় দেখা দেয়,
ঠিক তখনই প্রতিদিন বাহিরে বের হতে হয়।
তারপরও কোনদিন করোনি কোন অনুযোগ,
বা নিত্যদিনের চাহিদায় নেই তেমন অভিযোগ।
শুধু বারবার তোমারই তরে ভেবেছি,
কত অসংখ্যবার মনে মনে বলেছি,
তবুও মুখ ফুটে, দু'হাতে হাতে হাত রেখে বলতে পারিনি---
তোমায় অনেক ভালবাসি,
সত্যিই তোমায় অনেক ভালবাসি।

যখন দু'একদিনের জন্য কোথাও বেড়াতে যাও,
তুমি কি আমারই মতো আনমনা হয়ে যাও?
নাকি সবাইকে নিয়ে ব্যস্ত হয়ে আমাকে ভুলে যাও?
নাকি বারান্দায় দাঁড়িয়ে বারবার ভাবো-
কই গেলা একটা ফোন দাও!
কতবার ভেবেছি একদিন সবকিছু গুছিয়ে,
মনের মাধুরি মিশিয়ে নিরিবিলি কোন এক সময়ে
মনের সব কথা চোখে চোখ রেখে বলে দিব -
তবুও মুখ ফুটে, দু'হাতে হাতে হাত রেখে বলতে পারিনি---
তোমায় অনেক ভালবাসি,
সত্যিই তোমায় অনেক ভালবাসি।

মরনের পর আমাদের কবর থাকবে পাশা-পাশি
যেন পরকালেও দু'জনে থাকি নিকট প্রতিবেশী।
সকালের রোদ্দুর,দুপুরের প্রখর তাপ বা রাতের নীরবতায়,
আমরা জেগে থাকব পরম মমতায়।
যখন সব কোলাহল থেমে যাবে,
রাতের আঁধার ঘনিয়ে আসবে,
আর আমরা দু'জন অনন্ত প্রেমের গল্প বলে যাবো -
দিন-রাত, শীত -গ্রীষ্ম-বর্ষা সব ভুলে যাবো।
তারপরও যেন না থাকে মনের এরুপ পিছুটান -
তবুও মুখ ফুটে,দু'হাতে হাতে হাত রেখে বলতে পারিনি---
তোমায় অনেক ভালবাসি,
সত্যিই তোমায় অনেক ভালবাসি।

কবি- মিডিয়া কর্মী ও শিক্ষক।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি