ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪

বইমেলায় এসেছে যোবায়ের শাওন-এর তৃতীয় কাব্যগ্রন্থ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০২, ১৭ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ১০:০৫, ১৭ ফেব্রুয়ারি ২০২২

অমর একুশে গ্রন্থমেলা ২০২২-এ  প্রকাশিত হয়েছে কবি যোবায়ের শাওন-এর তৃতীয় কাব্যগ্রন্থ “মালিকানা বিষয়ক ধারণার নবায়ন”। গ্রন্থটি প্রকাশ করেছে অনুভব প্রকাশনী। মেলার ৪৭১ নম্বর স্টল থেকে কাব্যগ্রন্থটি সংগ্রহ করা যাবে। গ্রন্থটির প্রচ্ছদ করেছেন কবি ও শিল্পী রাজীব দত্ত। ৫৬টি কবিতা সম্বলিত গ্রন্থটির মূল্য রাখা হয়েছে ১৮০ টাকা। 

বইটির কবিতাগুলো বর্তমান সময়, সমাজ ও পারস্পারিক মানবীয় সম্পর্কের প্রচলিত ধারণাকে বাতিল করার উপর জোড় দিয়ে লেখা হয়েছে। যার ফলে ফুটে উঠবে সকলের চেহারার নতুন এক অবয়ব। যে চেহারা আমরা নিজেরা তেমন একটা দেখে অভ্যস্ত নই। 

গ্রন্থটির কয়েকটি চুম্বক লাইন এমন..

আমরা রোজ সকালে 
আত্মা থেকে হেঁটে হেঁটে 
খুব ধীরে হলেও অপস্রিয়মাণ অন্ধকারে 
বৃথা পথ খুঁজে ফেরার বাসনা বজায় রাখি। [ভবিতব্য, পৃষ্ঠা ২৯]

পংক্তিমালায় যেই বাসনার কথা বলেছেন, এই বাসনা ঠিক পথ দেখায় না বলে কবি মনে করেন। তাই বিদ্রুপ করে আরেকটি কবিতায় লিখেন,

নিজের মগজে 
নিজেই নিজের সেন্সর বোর্ড বসান।
আর অধিকারের ওপর করতে থাকুন 
মোরাল পুলিশিগিরি
সাফল্য নিশ্চিত! [সুসমাচার]

কবি মূলত সময়কে বিশ্লেষণ করে এগিয়েছেন। সম্মুখীন হয়েছেন সম্পর্কের জটিলতায়। এই সকল পরিস্থিতির যে পরিবর্তন দরকার, সকল সম্পর্ক ও চিন্তা-চেতনার মজ্জায় মজ্জায় যে একটা আমূল রূপান্তর অবশ্যম্ভাবী তা ফুটে উঠেছে প্রতিটি কবিতার মূল ভাব ও ব্যঞ্জনায়। শব্দ দিয়েই কখনো তিনি তৈরি করেছেন সময় সমাজ ও সম্পর্কের শবযাত্রা!

এই তিনটি বিষয়কে কেন্দ্র করে ক্রমঘূর্ণায়মান পরিস্থিতির মধ্য দিয়েই আমাদের বসবাস অথবা বসবাস করবার আকাঙ্ক্ষা। এই তিনটির নেই হয়ে যাওয়া আমাদের বিলীন করে দেয় বলে মনে করেন কবি। এই তিনটির অস্তিত্বও তাই আমাদের নতুন করে ভাবতে শেখায়, বাঁচতে ও মরতে শেখায়। কাব্যগ্রন্থটি এমনই এক কুয়াশা তৈরি করে যা, অগ্রাহ্য করা মুশকিল!

গ্রন্থমেলা ছাড়াও অনলাইন প্ল্যাটফর্ম রকমারি ওয়েবসাইট এবং অতঃপর শব্দায়নের ফেসবুক পেইজ থেকেও সংগ্রহ করা যাবে বইটি। 

কবির প্রকাশিত অন্য দুটি কাব্যগ্রন্থ হলো  যুক্ত প্রকাশনের ‘হেমলক হাতে বসে আছি’ এবং খড়িমাটি প্রকাশনীর ‘মৃত্যু আমাদের প্রতিবেশী’।

এমএম/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি