ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

মায়ের  আঁচল

চিন্ময় রায় চৌধুরী

প্রকাশিত : ২২:২১, ১৫ ফেব্রুয়ারি ২০২১

কবি চিন্ময় রায় চৌধুরী

কবি চিন্ময় রায় চৌধুরী

এতো স্নেহ ভালবাসা
মায়ের আঁচলেতে
স্নিগ্ধ মায়ার অসীম প্রীতি
কোথায় যাব পেতে?

মায়ের কোলে স্বর্গ শিশুর
আচঁল খানি ঢাল
দুরে রাখে ধুলো বালু
মশা মাছির পাল।

হাঁটতে যখন শেখে শিশু
মায়ের আঁচল ধরে
ছায়ার মত সঙ্গে যায় 
হাঁটি হাঁটি করে।

মায়ের আঁচল ধরে রেখে
অনেক  করে জয়
ভরসা পায় সব অজানায়
লুকায় পেলে ভয়।

স্নান শেষে আঁচল দিয়ে
পরম মমতায়
মুছে দিয়ে যত্ন কোরে
তেল মাখাতো গায়ে।

প্রতিবারই খাবার পরে
ধুয়ে হাত মুখ
আঁচল দিয়ে মুছে দিত
সে যে পরম সুখ।

বৈশাখের হঠাৎ ঝরে
শীতল বায়ু এলে
পাশে শুয়ে ঢেকে দিত
আঁচলটি তার মেলে।

মায়ের আঁচল চিরকালই
বিলায় সবার তরে
স্নেহ দয়া আদর প্রীতি 
প্রতি ঘরে ঘরে।

তুলনা নেই পৃথিবীতে
খুঁজতে যদি চাও
মায়ের আঁচল সবার সেরা 
যেথায় তুমি যাও।।
         
        
         


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি