ওবামার বিরুদ্ধেট্রাম্পের ফোনে আড়ি পাতার অভিযোগ মিথ্যা বলে দাবি
প্রকাশিত : ১৪:২৩, ৫ মার্চ ২০১৭ | আপডেট: ১৪:২৩, ৫ মার্চ ২০১৭
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের ফোনে আড়ি পাতার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন ওবামা।
স্থানীয় সময় শনিবার একাধিক টুইট বার্তায় ট্রাম্প দাবি করেন, ভোটের এক মাস আগে ট্রাম্প টাওয়ারের ফোনে আড়ি পেতেছিলেন ওবামা। তবে এ দাবির পেছনে কোনো প্রমাণ দেখাতে পারেননি তিনি। ট্রাম্পের এ দাবি প্রত্যাখ্যান করে ওবামার মুখপাত্র কেভিন লুইস জানান, প্রেসিডেন্ট ওবামা কিংবা হোয়াইট হাউসের অন্য কোনও কর্মকর্তা কখনও যুক্তরাষ্ট্রের কোনও নাগরিকের ওপর নজরদারির নির্দেশ দেননি। এদিকে কিছু মুসলিম অধ্যুষিত দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে সোমবার নতুন নির্বাহী আদেশ জারি করতে যাচ্ছেন ট্রাম্প।
আরও পড়ুন