মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ করা জরুরী বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
প্রকাশিত : ১৪:২৩, ৫ মার্চ ২০১৭ | আপডেট: ১৪:২৩, ৫ মার্চ ২০১৭
ভবিষ্যৎ প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ করা জরুরী বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।
বাংলাদেশে সেনাবাহিনী নির্মিত বিলোনিয়া যুদ্ধের মডেল মুক্তিযুদ্ধ জাদুঘর কর্তপক্ষের কাছে হস্তান্তর অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। এসময় মন্ত্রী বলেন মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থান ও নিদর্শন সংরক্ষণে কাজ করছে সরকার। অনুষ্ঠানে উপস্থিত থেকে সেনাপ্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণে সরকারী যেকোন আহ্বানে আন্তরিকভাবে সাড়া দেবে সেনাবাহিনী।
আরও পড়ুন