ঢাকা মহানগর আওয়ামী লীগের ২ নেতার চিকিৎসার ব্যয়ভার নিয়েছেন শেখ হাসিনা
প্রকাশিত : ১৯:১২, ৫ মার্চ ২০১৭ | আপডেট: ১৯:১২, ৫ মার্চ ২০১৭
ঢাকা মহানগর আওয়ামী লীগের অসুস্থ দুই নেতার চিকিৎসার ব্যয়ভার নিয়েছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য আহমেদ রেজোয়ান ও সবুজবাগ থানা আওয়ামী লীগের সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা সুন্দর আলীকে দেখতে যান প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ড. আব্দুস সোবহান গোলাপ। সেসময় তাদের চিকিৎসার খোঁজ খবর নেন তিনি। পরে আব্দুস সোবহান গোলাপ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন।
আরও পড়ুন