ঢাকা, বুধবার   ০৬ আগস্ট ২০২৫

মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ জরুরী বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

প্রকাশিত : ১৯:৩৬, ৫ মার্চ ২০১৭ | আপডেট: ১৯:৩৬, ৫ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

ভবিষ্যৎ প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ জরুরী বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। বাংলাদেশ সেনাবাহিনী নির্মিত বিলোনিয়া যুদ্ধের মডেল হস্তান্তর অনুষ্ঠানে এ মন্তব্য করেন মন্ত্রী।  অনুষ্ঠানে সেনাপ্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণে সরকারী যেকোন আহ্বানে আন্তরিকভাবে সাড়া দেবে সেনাবাহিনী। সমৃদ্ধ হচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘর। এবার যোগ হল ফেনীর ঐতিহাসিক বিলোনিয়া যুদ্ধের মডেল। জাদুঘরের  পক্ষে মডেলটি গ্রহণ করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। ১৯৭১-এর ডিসেম্বরে মুক্তিযোদ্ধাদের সাথে হানাদার বাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষ হয় এখানে। মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষনের বিশাল কর্মযজ্ঞের অংশ হতে পেরে সেনাবাহিনী গর্বিত- অনুষ্ঠানে জানান সেনা প্রধান  আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। মহান মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর অবদান স্মরন করে সংস্কৃতিমন্ত্রী বলেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিজয়ের এক অদম্য স্পৃহা ছিল তখন সবার। আর জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে আগামি দিনে যেকোন ধরনের কর্মযজ্ঞে এ জাদুঘর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি