ঢাকা, বুধবার   ০৬ আগস্ট ২০২৫

দেশের পুঁজিবাজারে ৫ কার্যদিবস দরপতন

প্রকাশিত : ১৯:১৩, ৫ মার্চ ২০১৭ | আপডেট: ১৯:১৩, ৫ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

টানা পাঁচ কার্যদিবস দরপতন হলো দেশের পুঁজিবাজারে। রোববারও দেশের উভয় স্টক এক্সচেঞ্জে সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের দর। রোববার ডিএসইতে লেনদেন হওয়া ৩২৭টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৯৮টির, কমেছে ১৮৮টির, আর ৪১টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ৭৯৪ কোটি টাকা। আর ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স ১৩ পয়েন্ট কমে নেমে আসে ৫ হাজার ৫৭৩ পয়েন্টে। অন্যদিকে, সূচক কমেছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৪১টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৭৩টির, কমেছে ১৪২টির, আর ২৬টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে ৪৩ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি