শ্রীম্প হ্যাচারীর এসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন
প্রকাশিত : ১৮:২৪, ৫ মার্চ ২০১৭ | আপডেট: ১৮:২৪, ৫ মার্চ ২০১৭
নানা আয়োজনে শ্রীম্প হ্যাচারীর এসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার শহরের কলাতলী রোড়ের সেব’র নিজস্ব ক্যার্যালয়ে ওই অনুষ্ঠানে সম্পন্ন হয়। সেব’র সাবেক সভাপতি মশিউর রহমান রাজনের সভাপতিত্বে স্বাগত বক্তব্যে রাখেন মহাসচিব মোহাম্মদ নজিবুল ইসলাম। এসময় নবনির্বাচিত কমিটির সভাপতি আশেক উলল্লাহ রফিক এমপি বলেন, হ্যাচারী মালিকদের সম্মান অক্ষুন্ন রাখতে নবনির্বাচিত কমিটি নিরলসভাবে কাজ করে যাবে। অনুষ্ঠানে উচ্চপদস্থ সরকারী বেসরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়।
আরও পড়ুন