চট্টগ্রামেও ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
প্রকাশিত : ১৮:২৯, ৫ মার্চ ২০১৭ | আপডেট: ১৮:২৯, ৫ মার্চ ২০১৭
বগুড়ায় চার ইন্টার্ন চিকিৎসকের ইন্টার্নশিপ ছয় মাসের জন্য স্থগিতের প্রতিবাদে চট্টগ্রামেও মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরাও কর্মবিরতি শুরু করেছেন।
রোববার দুপুর ১২টা থেকে তারা অনির্দিষ্টকালের কর্মবিরতি ও চট্টগ্রাম মেডিকেল কলেজের সামনে মানববন্ধন করেন ইন্টার্ন চিকিৎসকরা। তাদের দাবি না মানা পর্যন্ত এ কর্মবিরতি চলবে বলে জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস এসোসিয়েশনের নেতারা। এছাড়া ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে নেয়া ব্যবস্থা প্রত্যাহার করার কোনো আশ্বাস না আসায় কর্মবিরতি শুরু করেছেন বলে দাবী করেছেন তারা।
আরও পড়ুন