চট্টগ্রাম বন্দরে ৬ কনটেইনার আটক
প্রকাশিত : ১৮:২৮, ৫ মার্চ ২০১৭ | আপডেট: ১৮:২৮, ৫ মার্চ ২০১৭
চট্টগ্রাম বন্দরে আটক ছয়টি কনটেইনার থেকে আমদানি নিষিদ্ধ ও মিথ্যা ঘোষণায় আনা বিপুল পরিমাণ এলইডি টিভি ও বিদেশী সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
রোববার সকালে চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনালে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খানের উপস্থিতিতে কনটেইনারগুলো খোলা হয়। এসময় কন্টেইনারে বিভিন্ন ব্র্যান্ডের এলইডি টিভি ও সিগারেট পাওয়া যায়। জব্দ এসব পণ্যের মূল্য প্রায় ৫০কোটি টাকা বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দারা কর্মকর্তারা। তারা জানান, কনটেইনারে পোল্ট্রি ফিডের জন্য মূলধনী যন্ত্রপাতি আনার কথা ছিল। দায়ীদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।
আরও পড়ুন