ঢাকা, বুধবার   ০৬ আগস্ট ২০২৫

চট্টগ্রামে দরিদ্র, অসহায় পথ শিশুদের নিয়ে ক্রীড়া উৎসবের আয়োজন করেছে ‘তারুণ্যের প্রতীক’

প্রকাশিত : ২০:২১, ৫ মার্চ ২০১৭ | আপডেট: ২০:২১, ৫ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

চট্টগ্রামে দরিদ্র, অসহায় পথ শিশুদের নিয়ে ক্রীড়া উৎসবের আয়োজন করেছে তরুণদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন ‘তারুণ্যের প্রতীক’। উৎসবে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিভিল সার্জন ডা. আজিজুর রহমান ছিদ্দিকী। অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্রীড়া উৎসব আয়োজনের মতো ছোট ছোট এসব উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনার মধ্য দিয়ে তরুণরা সমাজ ও দেশের উন্নয়নে অংশ নেয়ার সাহস অর্জন করবে। পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী পথশিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি