রোগীদের জিম্মি করে কোনো কর্মসূচি সমর্থন করা যায় না বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী
প্রকাশিত : ১৮:২১, ৫ মার্চ ২০১৭ | আপডেট: ১৮:২১, ৫ মার্চ ২০১৭
ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট দুঃখজনক; রোগীদের জিম্মি করে কোনো কর্মসূচি সমর্থন করা যায় না বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। ইন্টার্ন চিকিৎসকরা শিগগিরই ভুল বুঝতে পারবে এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলেও আশা করেন স্বাস্থ্যমন্ত্রী। এর আগে চমেক হাসপাতালের আলাদা বিভাগে কিডনি ডায়ালাইসিস সেবা কার্যক্রম পরিদর্শন করেন তিনি। নতুন বিভাগ চালু হওয়ায় কম খরচে আগের চেয়ে ৬ গুণ বেশি রোগী কিডনি ডায়ালাইসিসের সুবিধা পাবেন বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
আরও পড়ুন