ঢাকা, বুধবার   ০৬ আগস্ট ২০২৫

যুদ্ধাপরাধী সালাউদ্দীন কাদের চৌধুরীর বাসভবন, গুডস হিল ও ডালিম হোটেলে মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণের দাবি

প্রকাশিত : ১৮:১৯, ৫ মার্চ ২০১৭ | আপডেট: ১৮:১৯, ৫ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

যুদ্ধাপরাধী সালাউদ্দীন কাদের চৌধুরীর বাসভবন ও মুক্তিযোদ্ধাদের নির্যাতন কেন্দ্র হিসেবে পরিচিত গুডস হিল ও ডালিম হোটেলে মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণের দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধারা। রোববার সকালে চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালামের সাথে মতবিনিময়ের সময় তারা এ দাবি জানান। মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ড ও ১৪ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহাবুদ্দিনের সভাপতিত্বে মতবিনিময়ে চট্টগ্রামে মুক্তিযোদ্ধাদের অরক্ষিত গণকবরে স্মৃতিস্তম্ভ নির্মাণের ঘোষণা দেন জেলা পরিষদ চেয়ারম্যান।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি