খাগড়াছড়ির গুইমারা উপজেলা পরিষদের নির্বাচন আগামীকাল
প্রকাশিত : ১৮:১৭, ৫ মার্চ ২০১৭ | আপডেট: ১৮:১৭, ৫ মার্চ ২০১৭
আগামীকাল সোমবার প্রথমবারের মতো খাগড়াছড়ির গুইমারা উপজেলা পরিষদের নির্বাচন। এরইমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।
রোববার সকালে ভোটকেন্দ্রগুলোতে পৌঁছে দেয়া হয়েছে, ব্যালটবাক্সসহ অন্যান্য নির্বাচনী সামগ্রী। অবস্থান নিয়েছে আইনশৃখলা বাহিনীর সদস্যরা। নির্বাচনকে ঘিরে স্ট্রাইকিং ফোর্স হিসেবে ৩ প্লাটুন বিজিবিসহ পুলিশ, র্যাব ও আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকবেন। গুইমারা উপজেলা পরিষদ নির্বাচনে ১৪টি ভোট কেন্দ্রের ২৭হাজার ৯ শ’ ৯২জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। চেয়ারম্যান পদে ৩ প্রার্থীসহ অন্যান্য পদে প্রার্থীরা লড়ছেন নির্বাচনে।
আরও পড়ুন