আজ যশোর উদীচী ট্রাজেডি দিবস
প্রকাশিত : ১৩:৫২, ৬ মার্চ ২০১৭ | আপডেট: ১৩:৫২, ৬ মার্চ ২০১৭
যশোর উদীচী ট্রাজেডি দিবস আজ। ১৯৯৯ সালের ৬ মার্চ যশোর টাউন হল মাঠে উদীচীর দ্বাদশ জাতীয় সম্মেলনের সাংস্কৃতিক অনুষ্ঠানে বোমা বিস্ফোরণে নিহত হন ১০ জন। আড়াই শতাধিক নিরীহ মানুষ আহত হন।
হত্যাকান্ডের পর পৃথক দু’টি মামলা হলেও সিআইডির ত্র“টিপূর্ণ চার্জশিটের কারণে ২০০৬ সালের ৩০ মে আদালত থেকে খালাস পেয়ে যায় সব আসামি। পরে সরকার ওই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করলে মামলাটি পুনরুজ্জীবিত হলেও, আটকে আছে আইনের বেড়াজালে। রাষ্ট্রপক্ষের কৌশুলী জানিয়েছেন, বিষয়টি উচ্চ আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায়।
আরও পড়ুন