আজ ১৪ উপজেলা পরিষদে নির্বাচন
প্রকাশিত : ১৪:৫৩, ৬ মার্চ ২০১৭ | আপডেট: ১৪:৫৩, ৬ মার্চ ২০১৭
দেশের ১৪ উপজেলা পরিষদে নির্বাচনে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে পুর্ণাঙ্গ নির্বাচন হচ্ছে ৩ উপজেলায়। ৭ উপজেলায় চেয়ারম্যন, ৩ উপজেলায় ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একটি উপজেলায় উপ-নির্বাচন হচ্ছে। ভোটারদের উপস্থিতি কিছুটা কম হলেও এ পর্যন্ত শান্তিপূর্ণভাবে হয়েছে ভোটগ্রহণ। সতর্ক অবস্থানে আইনশৃংখলা বাহিনী।
কড়া নিরাপত্তার মধ্যে সিলেটের ওসমানী নগর, সুনামগঞ্জের জগন্নাথপুর ও খাগড়াছড়ির গুইমারা উপজেলায় হচ্ছে পুর্নাঙ্গ নির্বাচন। এ উপজেলাগুলো চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোট শুরু হয় সকাল ৮ টায়। চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত।
এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি কম।
এদিকে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন হচ্ছে বরিশালের বানাড়ীপাড়া ও গৌরনদী, কুমিল্লার আদর্শ সদর, পাবনার সুজানগর, নাটোরের বড়াইগ্রাম, কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায়। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার নিজ জেলা পটুয়াখালীর রাঙ্গাবালীতেও চেয়ারম্যান পদে উপনির্বাচন হচ্ছে। ।
ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচন হচ্ছে নীলফামারীর জলঢাকা, সাতক্ষীরার কলরোয়া ও বাগেরহাটের মোড়েলগঞ্জ। পাবনার ইশ্বরদী উপজেলায় ভোট হচ্ছে মহিলা ভাইস চেয়ারম্যান পদে।
শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে বলে জানিয়েছেন, রিটার্নিং কর্মকর্তারা।
আরও পড়ুন