'সংবিধানের বাইরে সংসদ নির্বাচনে কোনো পদক্ষেপ নেয়ার সুযোগ নেই'
প্রকাশিত : ১৮:৩১, ৬ মার্চ ২০১৭ | আপডেট: ১৮:৩১, ৬ মার্চ ২০১৭
সংবিধানের বাইরে সংসদ নির্বাচনে কোনো পদক্ষেপ নেয়ার সুযোগ নেই বলে আবারো জানিয়ে দিলেন আওয়ামী লীগ নেতা ও ১৪ দলের নেতারা। অসংবিধানিক পথে কেউ কিছু করতে চাইলে শক্তভাবে মোকাবেলা করা হবেও হুঁশিয়ারী দিয়েছেন ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।
ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠক করে কেন্দ্রীয় ১৪ দল।
পরে বৈঠকে ব্যাপারে ব্রিফিং করেন ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। ২০১৯ সালের নির্বাচন শেখ হাসিনার অধিনেই হবে বলে জানান তিনি।
২৫ মার্চ গণহত্যা দিবস পালন ও আন্তর্জাতিক স্বীকৃতির দাবি জানান ১৪ দলের নেতারা। জাতীয় সংসদে এনিয়ে বিল আনার কথাও জানান তারা।
যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকরের পর থেকে মুক্তিযুদ্ধ নিয়ে পাকিস্তানের নোংরা খেলার জবাব দিতে আন্তর্জাতিক পর্যায়ে জনমত গড়ার কথাও বলেন ১৪ দল নেতারা।
আরও পড়ুন