বিএনপিকে নির্বাচনে নিতে গভীর ষড়যন্ত্র: ফখরুল
প্রকাশিত : ১৬:১৯, ৬ মার্চ ২০১৭ | আপডেট: ১৬:১৯, ৬ মার্চ ২০১৭
ক্ষমতাসীনদের অধীনে বিএনপিকে নির্বাচনে নিতে গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২০১৪ সালের মত আরও একটি একতরফা নির্বাচন করতে চায় বলেও অভিযোগ করেছেন তিনি। রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ১১তম কারাবন্দি দিবস উপলক্ষে ইঞ্জিনিয়ার ইনিস্টিটিউটে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ছাত্র ফোরাম।
এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব। সরকার দেশের মানুষের সঙ্গে প্রতারনা করে ছলচাতুরির নির্বাচনের পায়তারা করছে বলে অভিযোগ করেন তিনি। সরকারের পাতানো ফাঁদে বিএনপি পা দেবে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।
সরকার গনতান্ত্রিক সব অধিকার হরন করেছে বলে অভিযোগ করেন বিএনপি ও ২০ দলীয় জোটের অন্য নেতারা।
আন্দোলনের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হবে বলেও মন্তব্য করেন বক্তারা।
আরও পড়ুন