লেনদেন ও সূচক বেড়েছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে
প্রকাশিত : ১৭:০৮, ৬ মার্চ ২০১৭ | আপডেট: ১৭:০৮, ৬ মার্চ ২০১৭
লেনদেন ও সূচক বেড়েছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। একইসঙ্গে দর বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের।
সোমবার ডিএসইতে লেনদেন হওয়া ৩২৭টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৭২টির, কমেছে ১০৪টির, আর ৫১টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ৯৬১ কোটি টাকা। আর ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স ১৫ পয়েন্ট বেড়ে উঠে আসে ৫ হাজার ৫৮৮ পয়েন্টে। অন্যদিকে, সূচক বেড়েছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৫০টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৩৩টির, কমেছে ৮৫টির, আর ৩২টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে প্রায় ৫৫ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
আরও পড়ুন