ঢাকা, বৃহস্পতিবার   ০৭ আগস্ট ২০২৫

কর্মবিরতিতে থাকা চট্টগ্রামের ইন্টার্ণ চিকিৎসকরাও কাজে যোগ দিয়েছেন

প্রকাশিত : ১৭:৫৫, ৬ মার্চ ২০১৭ | আপডেট: ১৭:৫৫, ৬ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

শাস্তি প্রত্যাহারের আশ্বাস পাওয়ার পর কর্মবিরতিতে থাকা চট্টগ্রামের ইন্টার্ণ চিকিৎসকরাও কাজে যোগ দিয়েছেন। দুপুর থেকে তারা নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়ে চিকিৎসা সেবা কার্যক্রমে অংশ গ্রহন করেন।  ইন্টার্ণ চিকিৎসকরা কাজে যোগ দেয়ার পর প্রাণ চাঞ্চল্যতা ফিরে আসে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে। সারাদেশের মতো চট্টগ্রামেও রোববার থেকে ধর্মঘট শুরু করে ইন্টার্ন চিকিৎসকরা। এতে চরম দুর্ভোগে পড়েন রোগীরা। বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৬৩জন ইন্টার্ণ চিকিৎসক কাজ করছেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি