ঢাকা, বৃহস্পতিবার   ০৭ আগস্ট ২০২৫

চট্টগ্রামে অবৈধভাবে আনা এলইডি টিভি, বিদেশি সিগারেট ও মদ জব্দ

প্রকাশিত : ১৭:৫৮, ৬ মার্চ ২০১৭ | আপডেট: ১৭:৫৮, ৬ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

চট্টগ্রাম বন্দরে অবৈধভাবে আনা এলইডি টিভি, বিদেশি সিগারেট ও মদ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। আটক হওয়া এসব পণ্যের মুল্য প্রায় ৫০ কোটি টাকা। শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা দ্বিতীয় দিনের মত আজ আবারো আটক কন্টেইনার খুলে তল্লাশী চালানোর পর এসব পণ্যে জব্দ করেন। এর আগে রোববার প্রথম চালানে ছয়টি কন্টেইনারে তল্লাশী চালিয়ে এলইডি টিভি ও বিদেশি সিগারেট জব্দ করে গোয়েন্দারা। ক্যাপিট্যাল মেশিনারিজ ঘোষনা দিয়ে চীন থেকে ১২টি কন্টেইনারে এসব পণ্য আমদানী করা হয়। শুল্ক গোয়েন্দারা এসব কন্টেইনার আটক করার পর থেকে সিএন্ডএফ প্রতিষ্ঠানের মালিক পালাতক রয়েছেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি