'মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কিছু কর্মকর্তা- কর্মচারির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে'
প্রকাশিত : ১৯:০৩, ৬ মার্চ ২০১৭ | আপডেট: ১৯:০৩, ৬ মার্চ ২০১৭
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কিছু কর্মকর্তা- কর্মচারির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন দুদকের পরিচালক মোহাম্মদ বেলাল হোসেন।
দুপুরে তেজগাঁওয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ে অভিযান চালায় দুদকের একটি প্রতিনিধি দল। এ’সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালকের সাথে রুদ্ধদ্বার বৈঠক শেষে দুদক কর্মকর্তা বলেন, এই প্রতিষ্ঠানে কর্মরত কিছু ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান দুদকের পরিচালক।
আরও পড়ুন