মুসলিম প্রধান দেশের নাগরিকদের ওপর স্থগিত হয়ে যাওয়া নিষেধাজ্ঞা সংশোধন করে নতুন নিষেধাজ্ঞা জারি
প্রকাশিত : ০৯:৫৯, ৭ মার্চ ২০১৭ | আপডেট: ০৯:৫৯, ৭ মার্চ ২০১৭
ইরাককে বাদ দিয়ে ছয় মুসলিম প্রধান দেশের নাগরিকদের ওপর স্থগিত হয়ে যাওয়া নিষেধাজ্ঞা সংশোধন করে নতুন নিষেধাজ্ঞা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার ট্রাম্প এ বিষয়ে নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। নিষেধাজ্ঞায় বলা হয়েছে, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেনের যেসব নাগরিকদের বৈধ ভিসা নেই তারা আগামী ৯০দিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। এসব দেশের গ্রীন কার্ডধারীরা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। আর সব শরণার্থীর উপর ১২০ দিনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তবে এরইমধ্যে অনুমোদন প্রাপ্তরা নিষেধাজ্ঞার বাইরে থাকবে। নতুন নিষেদাজ্ঞার ফলে সিরিয়ার নাগরিকদের উপর অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা থাকছে না। ১৬ই মার্চ থেকে আদেশটি কার্যকর হবে। এর আগে আদালতের আদেশে স্থগিত হয়ে যায় সাত মুসলিম প্রধান দেশের নাগরিকদের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা।
আরও পড়ুন