ঢাকা, বৃহস্পতিবার   ০৭ আগস্ট ২০২৫

মার্কিন নিম্নকক্ষে ওবামা কেয়ারের বিকল্প বিল প্রকাশ করল রিপাবলিকান পার্টি

প্রকাশিত : ১০:০০, ৭ মার্চ ২০১৭ | আপডেট: ১০:০০, ৭ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

মার্কিন নিম্নকক্ষে ওবামা কেয়ারের বিকল্প বিল প্রকাশ করল রিপাবলিকান পার্টি। তবে তা পর্যালোচনার জন্য আরো সময়ের প্রয়োজন বলে বলা হয়েছে।  সোমবার নিম্নকক্ষে প্রেসিডেন্ট ট্রাম্পের উপস্থিতিতে বিলটি প্রকাশ করা হয়। এরআগে বুদ্ধি প্রতিবন্ধীদের জন্য ওবামাকেয়ারে যে সেবা চালু করা হয়েছিল, তা বাতিল করে সিনেট। নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকারের অগ্রাধিকারমূলক কাজের মাঝে ওবামাকেয়ার বাতিল করা ছিল অন্যতম। প্রসঙ্গত ওবামাকেয়ার-এর আওতায় ইতিমধ্যে ২০ মিলিয়ন মার্কিন নাগরিককে স্বাস্থ্য সেবা দেওয়া হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি