জ্ঞান ফিরতে শুরু করেছে চামেলীর
প্রকাশিত : ১০:০৬, ৭ মার্চ ২০১৭ | আপডেট: ১০:০৬, ৭ মার্চ ২০১৭
আঠারো মাস হাসপাতালে অচেতন পড়ে থাকার পর জ্ঞান ফিরতে শুরু করেছে মেধাবী ছাত্রী চামেলীর। সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালে দেড় বছর আগে ভর্তি হয় সে। সেই থেকে মেয়ের জীবন বাঁচাতে সর্বস্ব হারিয়ে হাসপাতালই এখন ঠিকানা ক্ষুদ্র ব্যবসায়ী মিজানুরের।
চট্টগ্রাম মেডিকেলের নিবিড় পরিচর্যা কেন্দ্রে এভাবেই প্রায় দেড় বছর ধরে ভাষাহীন, অনুভূতিহীন, দিন যাপন করছে চামেলী। তবে চিকিৎসকসহ সংশ্লিষ্টদের সেবায় এখন সম্প্রতি হাত, পা নাড়ানো, যন্ত্র ছাড়াই শ্বাস নেয়াসহ বিভিন্নভাবে সাড়া দিতে শুরু করেছে সে।
আবার হাসিমুখে স্বজনদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেয়ার চেষ্টা করছে বাকশক্তিহীন চামেলী।
নোয়াখালী সরকারি কলেজের গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রিহাম আফসানা চামেলী। ২০১৫ সালের ২ সেপ্টেম্বর কলেজ থেকে ফেরার সড়ক দূর্ঘটনা তছনছ করে দেয় চামেলীর জীবন। একই দূর্ঘটনায় মারা যায় চাচাতো বোন সায়মা। চামেলী এখনো প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছে বেঁচে থাকার সীমাহীন আকুলতায়।
ইতোমধ্যে মেয়ের চিকিৎসায় সহায় সম্বল বিক্রি করে নি:স্ব মিজানুর দম্পতি। তারা জানেন না সামনের দিনগুলো কীভাবে কাটবে!
এ অবস্থায় চামেলীকে স্বাভাবিক জীবনে ফেরাতে সমাজের বিত্তবানদের সহায়তা চেয়েছে নি:স্ব এ পরিবারটি।
আরও পড়ুন