অযত্ন আর অবহেলায় বুনো কাটায় ভরে গেছে সৈয়দপুরের বধ্যভুমি
প্রকাশিত : ১০:১০, ৭ মার্চ ২০১৭ | আপডেট: ১০:১০, ৭ মার্চ ২০১৭
অযত্ন আর অবহেলায় বুনো কাটায় ভরে গেছে সৈয়দপুরের গোলাহাট বধ্যভুমি। স্থানীয়ভাবে স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেয়া হলেও অর্থের অভাবে তা থেমে আছে মাঝপথে। স্বাধীনতার ৪৫ বছরেও শহীদদের স্মৃতি রক্ষায় কোনো উদ্যোগ না নেয়ায় ক্ষুব্ধ স্বজনরা।
বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষনের পর বিহারী অধ্যুষিত সৈয়দপুরের অবাঙ্গালীরা মেতে উঠে হত্যাযজ্ঞসহ নির্যাতন নিপীড়নে। ২৪মার্চ বিভিন্ন হিন্দু পরিবারের ৪৫০ নারী-পুরুষ-শিশুকে ভারতে পাঠানোর নামে পাক বাহিনীর সহায়তায় সৈয়দপুর রেলওয়ে ষ্টেশনে জমায়েত করে তারা। পরে একটি বিশেষ ট্রেনে গোলাহাটে নিয়ে তাদের নির্মমভাবে হত্যা করা হয়। সেসময় আলৌকিকভাবে বেঁচে যান কয়েকজন।
সেদিন পাকহানাদার আর তাদের দোসরদের নির্মমতা আর হত্যাযঞ্জের ঘটনার সাক্ষী এই শহীদ পরিবারের সন্তান।
শুধু বড়রাই নয়, পাকবাহিনীর নিষ্ঠুরতার শিকার হয় ছোট শিশুরাও।
হত্যাযজ্ঞ আর নির্যাতনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানালেন আরেক শহীদ সন্তান।
গোলাহাট বদ্ধভূমি সংরক্ষনে পরিকল্পনার কথা বললেন জেলা প্রশাসক।
সৈয়দপুরের গোলাহাট বধ্যভুমিতে অবিলম্বে স্মৃতিসৌধ নির্মানের দাবি শহীদদের স্বজন ও এলাকাবাসীর।
আরও পড়ুন