ঢাকা, বৃহস্পতিবার   ০৭ আগস্ট ২০২৫

মেহেরপুরে দুই ক্ষুদ্র ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা

প্রকাশিত : ১১:৪২, ৭ মার্চ ২০১৭ | আপডেট: ১১:৪২, ৭ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

মেহেরপুরের সোনাপুরে দুই ক্ষুদ্র ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহতরা হলেন, সদর উপজেলার সোনাপুর গ্রামের কাঠ ব্যবসায়ী আব্দুল মজিদ ও একই গ্রামের পোল্ট্রি ব্যবসায়ী আসাদুল ইসলাম। সকালে গ্রামের মাঠ থেকে অপহৃত দু’জনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ’ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। স্থানীয়রা জানায়, রোববার রাতে গ্রামের একটি চায়ের দোকান থেকে তাদের অপহরণ করে দুর্বৃত্তরা। পরে চাঁদা দাবি করে তারা। চাঁদার টাকা দিতে না পারায় তাদের হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন নিহতদের পরিবারের সদস্যরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি