ঢাকা, বৃহস্পতিবার   ০৭ আগস্ট ২০২৫

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের ৩য় পর্যায়ের নির্মাণ কাজ মার্চে শেষ

প্রকাশিত : ১০:২৫, ৭ মার্চ ২০১৭ | আপডেট: ১০:২৫, ৭ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের ৩য় পর্যায়ের নির্মাণ কাজ মার্চ মাসের মধ্যেই শেষ হচ্ছে। আর উদ্বোধন হতে পারে এপ্রিলে। সড়কটি চালু হলে, পর্যটকরা কক্সবাজারের, কলাতলী থেকে, টেকনাফের সাবরাং হয়ে সময় লাগবে, মাত্র আধাঘন্টা। এতে পর্যটনখাত আরো বিস্তৃত হবে বলে মনে করেন, সংশ্লিষ্টরা। কক্সবাজারের নাজিরারটেক থেকে টেকনাফের শাহপরীর দ্বীপ, ১শ ২০ কিলোমিটার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। এতোদিন মাত্র ৩ কিলোমিটার সৈকত ব্যবহার করতে পেরেছেন পর্যটকরা। বাকী পুরোটাই বলতে গেলে ছিল, দৃষ্টির আড়ালে। চলাচলের রাস্তাও ছিল অনেকটা দূর্গম। তাই, পর্যটকদের আকর্ষণ বাড়ানো এবং একটি নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা তৈরীর প্রয়াসে, কক্সবাজার-টেকনাফ ৮০ কিলোমিটার মেরিন ড্রাইভ সড়কের উন্নয়ন প্রকল্প গ্রহন করে, সরকার। বাস্তবায়নাধীন এই প্রকল্পে, কলাতলী থেকে ইনানী প্রথম পর্যায় এবং ইনানী থেকে সীল খালি দ্বিতীয় পর্যায় মোট ৪৮ কিলোমিটার নির্মান কাজ শেষ হওয়ায় পর্যটকরা চলাচলের সুযোগ পাচ্ছেন। তিন পর্যায়ে, বাকী ৩২ কিলোমিটার সড়কের নির্মাণ কাজও এগিয়ে চলছে। মার্চ মাসের মধ্যেই কাজ শেষ করার পরিকল্পনা নিয়ে এগুচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী’র ১৬ ইসিবি,এসডাব্লিও। এরইমধ্যে, এপ্রিলে প্রধানমন্ত্রী সড়কটি উদ্বোধন করবেন বলে, ঘোষণাও দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। এতে, সমুদ্রকেন্দ্রীক পর্যটন শিল্পের অগ্রযাত্রা আরো প্রসারিত হতে যাচ্ছে, মত সংশ্লিষ্টদের। নির্ধারিত সময়ের দেড় বছর আগেই, প্রকল্পটি সমাপ্ত হতে যাচ্ছে বলেও দাবি করেছেন সংশ্লিস্টরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি