বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা
প্রকাশিত : ১৩:৩৮, ৭ মার্চ ২০১৭ | আপডেট: ১৩:৩৮, ৭ মার্চ ২০১৭
ঐতিহাসিক ৭ মার্চে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে সর্বস্তরের মানুষ। সকালে ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা নিবেদন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতার চেতনায় বিশ্বাসী নয় বলেই বিএনপি ৭ মার্চ পালন করেনা। বিএনপি স্বাধীনতার ইতিহাস বিকৃতি করার অপচেষ্টায়ও ব্যস্ত বলেও অভিযোগ করেন তিনি।
স¦াধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে ধানমন্ডির ৩২ নম্বরে ভীড় করেন আওয়ামী লীগ নেতাকমীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সকাল সাতটার দিকে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নেতৃত্বে দলের শীর্ষ নেতারা শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগ নেতারা।
এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি স্বাধীনতার ইতিহাস বিকৃতিতে ব্যাস্ত।
আওয়ামী লীগের পর জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠন।
এছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতি সংগঠন ও সাধারণ মানুষ শ্রদ্ধা নিবেদন করেন জাতির জনকের প্রতি।
আরও পড়ুন










