লিডার্স সামিটে প্রধানমন্ত্রী
প্রকাশিত : ১৪:৫৯, ৭ মার্চ ২০১৭ | আপডেট: ১৪:৫৯, ৭ মার্চ ২০১৭
সমুদ্র সম্পদকে কাজে লাগাতে পারলে অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি খাদ্য ও সামাজিক নিরাপত্তা অর্জন সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত ভারত মহাসাগরীয় অঞ্চলের লিডার্স সামিটে তিনি একথা বলেন। টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ভারত মহাসাগরীয় অঞ্চলের রাষ্ট্র ও সরকার প্রধানদের পাশে থাকার আহবানও জানান তিনি।
ভারত মহাসাগরীয় অঞ্চলে সমুদ্র ভিত্তিক উন্নয়ন নিশ্চিত করতে গড়ে তোলা আঞ্চলিক জোট আইওআরএ এই প্রথম আয়োজ করেছে লিডার্স সামিটের। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের আমন্ত্রনে সেখানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২১ টি সদস্য রাষ্ট্রের সরকার ও রাষ্ট্রপ্রধানরা।
সামিটের শুরুতেই উদ্বোধনী পর্বে একই মঞ্চে দাড়ান সবাই। এতে সূচনা বক্তব্য রাখেন সংস্থার চেয়ার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো। পরে বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় লিডার্স সামিটের মূল আনুষ্ঠানিকতা।
সামিটের সাধারন অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সমুদ্র সম্পদকে কাজে লাগানোর মধ্য দিয়ে বাংলাদেশ অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি অর্জন করতে চায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা।
এসময় সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে সরকারের কঠোর অবস্থান তুলে ধরেন শেখ হাসিনা।
টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ভারত মহাসাগরীয় অঞ্চলের রাষ্ট্র ও সরকার প্রধানদের পাশে থাকার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
পারস্পরিক সহযোগিতা, কর্মপরিকল্পনা ও সন্ত্রাস-জঙ্গীবাদের বিরুদ্ধে একযোগে কাজ করতে ঐক্যমতে পৌছান আইওআরএ ভুক্ত দেশগুলো।
আরও পড়ুন