ঢাকা, বৃহস্পতিবার   ০৭ আগস্ট ২০২৫

চ্যালেঞ্জিং ও ঝুঁকিপূর্ণসহ সব ধরণের পেশায় বাড়ছে নারীর অংশগ্রহণ

প্রকাশিত : ১২:১৭, ৮ মার্চ ২০১৭ | আপডেট: ১২:১৭, ৮ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

সময়ের সাথে পাল্লা দিয়ে চ্যালেঞ্জিং ও ঝুঁকিপূর্ণসহ সব ধরণের পেশায় বাড়ছে নারীর অংশগ্রহণ। পুরুষের পাশাপাশি কর্মক্ষেত্রে তারা রাখছেন নিজস্ব মেধা ও যোগ্যতার স্বাক্ষর। কিন্তু পুরুষশাসিত সমাজে এখনো দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়নি বলে মনে করছেন প্রতিষ্ঠিত নারীরা। পাশাপাশি সনাতনী আইনের সংশোধন জরুরি বলেও মনে করছেন তারা। ‘কেউ নারী হয়ে জন্ম নেয় না, বরং নারী হয়ে ওঠে।’ প্রায় ৭০ বছর আগে এমন তত্ত্ব উপস্থাপন করে গেছেন নারীবাদের আইনস্টাইন খ্যাত ফরাসি লেখক সিমোন দ্য বোভোয়ার তাঁর দ্বিতীয় লিঙ্গ গ্রন্থে। শুধু ফ্রান্সে নয়, দীর্ঘ সময় পেরুলেও বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশেও এখনো লিঙ্গ বৈষম্যের ঘেরাটোপে শৃঙ্খলিত নারীর জীবন। তবে সব ধরণের বাধা পেরিয়ে অর্থনৈতিক মুক্তির আশায় এখন পুরুষ সহকর্মীদের পাশাপাশি দক্ষতা ও চ্যালেঞ্জের সাথে কাজ করছেন নারীরা। তবে পেশাদারিত্বের সাথে কাজ করলেও নারীদের ইতিবাচকভাবে গ্রহণ করার মানসিকতা পুরুষের মধ্যে গড়ে উঠেনি বলে মনে করছেন প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা। তাঁর মতে পারিবারিক সমস্ত দায়িত্ব নারীই পালন করবেন--পুরুষের এমন সনাতনী মানসিকতারও পরিবর্তন জরুরি। বাংলাদেশ মাধ্যম আয়ের দেশে পৌঁছাতে নারী-পুরুষ যখন সমানভাবে কাজ করছেন তখনো দেশে প্রতিনিয়ত নারী নির্যাতনের ঘটনা ঘটছে। নির্যাতনরোধে নারীদের সোচ্চার হওয়ার পাশাপাশি পারিবারিক আইনের সঠিক প্রয়োগ ও পুরনো আইনের সংস্কার প্রয়োজন বলে মনে করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য। পাশাপাশি আইন ও ধর্মের অপব্যাখ্যা রোধ করে নারীর পূর্ণ বিকাশ ও উন্নয়ন -অগ্রযাত্রা নিশ্চিত করা জরুরি বলেও মনে করছেন তারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি