ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৫ কিলোমিটার এলাকাব্যাপী তীব্র যানজট দে
প্রকাশিত : ১৩:৫২, ৮ মার্চ ২০১৭ | আপডেট: ১৩:৫২, ৮ মার্চ ২০১৭
গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী, চন্দ্রা ও কালিয়াকৈরসহ মির্জাপুরের পাকুল্যা পর্যন্ত ২৫ কিলোমিটার এলাকাব্যাপী তীব্র যানজট দেখা দিয়েছে।
থেমে থেমে চলছে যানবাহন। চরম দুভোর্গে পড়েছে নারী শিশুসহ হাজার হাজার যাত্রী। হাইওয়ে পুলিশ জানায়, ভোররাতে ওই মহাসড়কের মির্জাপুরের পোস্টকামুরী চরপাড়া এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালকসহ আহত হয় ৩ জন। এ ঘটনায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয়পার্শ্বে তীব্র যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি হাইওয়ে পুলিশ সরিয়ে নিলেও যানজট ছড়িয়ে পড়ে গাজীপুরের কোনাবাড়ী থেকে টাঙ্গাইলের পাকুল্যা পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার এলাকা জুড়ে।
আরও পড়ুন