ঢাকা, বুধবার   ০৬ আগস্ট ২০২৫

আজ আন্তর্জাতিক নারী দিবস

প্রকাশিত : ১৪:৫৪, ৮ মার্চ ২০১৭ | আপডেট: ১৪:৫৪, ৮ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

আজ আন্তর্জাতিক নারী দিবস। ‘পরিবর্তনের জন্য সাহসী হও’ এই শ্লোগানে পালিত হচ্ছে এবারের দিবসটি। বিশিষ্ট নারীরা বলছেন, আজকের নারী শুধু গৃহকর্মে আবদ্ধ নয়, কর্মক্ষেত্রের প্রতিটি জায়গায় পুরুষের সঙ্গে কাজ করছে সমানতালে। আরো এগিয়ে নিতে নিরাপত্তার পাশাপাশি সহায়ক কর্মপরিবেশ তৈরিতে রাষ্ট্র ও সমাজকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন তারা। এক্ষেত্রে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে বলে জানালেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী। অতিরিক্ত কর্মঘণ্টা, কমমজুরী এবং অমানবিক কাজের পরিবেশের বিরুদ্ধে ১৮৫৭ সালের এই দিনে আন্দোলন করে আমেরিকার নারী শ্রমিকরা। তাদের ত্যাগের ফসল হিসেবে ১৯১০ সাল থেকে ৮ মার্চ বিশ্বের বিভিন্ন দেশে নারী দিবস হিসেবে পালিত হয়। পরবর্তীতে জাতিসংঘের ঘোষণা অনুযায়ী ১৯৭৫ সাল থেকে দিনটি পালন করা হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে। সময়ের ব্যবধানে নারীর অগ্রযাত্রায় এসেছে অনেক সফলতা। এগিয়ে যাচ্ছে বাংলাদেশও। প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, স্পিকার, বিভিন্ন রাজনৈতিক দলের প্রধান ছাড়াও নীতি নিধারর্ণী শীর্ষ অনেক ক্ষেত্রেই নারীর দীপ্ত পদচারণা। নারীরা এগিয়ে যাচ্ছে, কিন্তু শেষ নেই প্রতিবন্ধকতার। সংশ্লিস্টরা বলছেন, পথচলা সহজ করতে কর্মক্ষেত্রে দিতে হবে সহায়ক পরিবেশ। ব্যক্তি-পরিবারের পাশাপাশি রাষ্ট্রীয় ও সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটাতে হবে বলে মত নারী নেত্রীদের। কেউ কেউ মনে করেন, সাংবিধানিকভাবেও নারীর অধিকার পুরোপুরি অর্জিত হয়নি। উত্তরাধিকারের দিক থেকেও বঞ্চিত অনেক ক্ষেত্রে। তাই বৈষম্য দূর করার তাগিদ এই শিক্ষাবিদের। তবে নারীর অগ্রযাত্রা এগিয়ে নিতে সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে, নারীর ভূমিকা পুরুষের চেয়ে কোন অংশেই কম নয় বলেও মনে করেন তিনি। শিশুকাল থেকেই মেয়েদেরকে মনমানসিকার দিক থেকে এগিয়ে নিতে পরিবার ও সমাজকে পাশে দাড়ানোর আহবান জানিয়েছেন প্রতিমন্ত্রী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি