ঢাকা, বুধবার   ০৬ আগস্ট ২০২৫

নারীরা প্রতিনিয়ত লড়াই করে তৈরি করেছে নতুন নতুন দৃষ্টান্ত

প্রকাশিত : ১৪:৫৮, ৮ মার্চ ২০১৭ | আপডেট: ১৪:৫৮, ৮ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

  সাফল্যের শিখরে যাওয়া নারীরা প্রতিনিয়ত লড়াই করেই এগিয়েছেন। বিন্দু বিন্দু করে সাফল্যের বিজয়ের সিন্ধুতে পৌঁছেছেন তারা। তৈরি হয়েছে নতুন নতুন দৃষ্টান্ত। প্রতিষ্ঠার সাড়ে চার দশক পর এই প্রথম নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ কবিতা খানম। এটাও নতুন দৃষ্টান্ত। ৩১ বছর বিচারিক দায়িত্ব পালন অভিজ্ঞতা কবিতা খানমের। সাফল্যের পেছনে বাবা, স্বামী ও সহকর্মীদের সহযোগিতার কথা বলেছেন তিনি। আর বিচারিক কাজ পরিচালনা করার সময় কিছু ক্ষেত্রে বৈষম্যের স্বীকার হলেও বর্তমানে আইনাঙ্গনে তা অকেনটাই কেটেছে বলেও মনে করেন তিনি। পরিবেশ পুরস্কার আর ম্যাগসেসে পুরস্কার খ্যাত আরেক সফল নারী সৈয়দা রিজওয়ানা হাসান। পরিবেশ আইনবিদ সমিতির হাত ধরেই লড়ে চলেন পরিবেশের ক্ষতিসাধনকারী নানা চক্রের বিরুদ্ধে। তবে দমে যাননি তিনি, লক্ষ্য স্থির রেখে এগিয়েছেন, লড়েছেন অশুভ শক্তির বিরুদ্ধে। প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকা প্রথম নারী প্রধান তথ্য কর্মকর্তা বেগম কামরুন নাহার জানান, আর্থিকভাবে স্বাবলম্বী হলেই সমঅধিকার অনেকটা নিশ্চিত হবে। প্রশাসনের উচ্চপর্যায়ে থাকা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সচিব নাসিমা বেগম এর মতে একজন নারীর সাফল্যের পেছনে মূল চালিকাশক্তি থাকে পরিবার ও শিক্ষাঙ্গন। সমাজ সচেতনতা ও রাষ্ট্রের পৃষ্টপোষকতাই নারীর এগিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রধান সহায়ক বলে মনে করেন তারা।  
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি