ঢাকা, বুধবার   ০৬ আগস্ট ২০২৫

মানবপাচার ও অপহরণ চক্রের সন্দেহভাজন ২৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব

প্রকাশিত : ১৫:০৭, ৮ মার্চ ২০১৭ | আপডেট: ১৫:০৭, ৮ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মানবপাচার ও অপহরণ চক্রের সন্দেহভাজন ২৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা অবৈধভাবে মানুষকে বিদেশ পাঠানোর পর জিম্মি করে মুক্তিপণ আদায় করতো বলে দাবি র‌্যাবের। তাদের কাছ থেকে মুক্তিপণের ৬ লাখ টাকা, বিপুল পরিমাণ পাসপোর্ট, জাল ভিসা ও ভিসা তৈরির সরঞ্জামও উদ্ধার হয়েছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে মালয়েশিয়ায় পাচারের অপেক্ষায় থাকা ১০ জন এবং পাচারের শিকার হয়ে লিবিয়া ঘুরে আসা আরো ২৭ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি