ঢাকা, বুধবার   ০৬ আগস্ট ২০২৫

খালেদা জিয়ার দুর্নীতির মামলাটি ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে বদলির আদেশ দিয়েছেন হাইকোর্ট

প্রকাশিত : ১৫:২২, ৮ মার্চ ২০১৭ | আপডেট: ১৫:২২, ৮ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলাটি ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে বদলির আদেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ৬০ দিনের মধ্যে মামলার বিচারকাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার একটি অংশের অভিযোগ পুনঃ তদন্ত চেয়ে খালেদা জিয়া বিচারিক আদালতে আবেদন করেন। যা শুনানি ও নিষ্পত্তির আগে গত ২ ফেব্র“য়ারি ৩৪২ ধারার বিধান অনুসারে কার্যক্রম শুরু হলে আদালতের প্রতি অনাস্থা জানিয়ে আবেদন করেন বিএনপি চেয়ারপারসন। তবে ওই দিনই তা খারিজ হয়। এরপর বিশেষ জজ আদালত-৩ থেকে মামলাটি অন্য আদালতে বদলির জন্য গত ৭ ফেব্র“য়ারি হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া। বুধবার আদেশ দেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। এ আদেশের বিরুদ্ধে দুদক আপিল করবে কিনা এমন প্রশ্নের জবাবে খুরশীদ আলম খান জানান, তিনি ব্যক্তিগতভাবে আদালতের এ আদেশে খুশি। আপিল করার কিছু নেই। ঢাকা-৩ নম্বর বিশেষ জজ আদালতে মামলাটি বিচারের শেষ পর্যায়ে ছিল। একই আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলারও বিচারকাজ চলছে। ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট সংক্রান্ত দুর্নীতি মামলা করে দুদক।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি