ঢাকা, বুধবার   ০৬ আগস্ট ২০২৫

বণার্ঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস

প্রকাশিত : ১৮:১৫, ৮ মার্চ ২০১৭ | আপডেট: ১৮:১৫, ৮ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

বণার্ঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। সব বাধার দেয়াল ভেঙ্গে নিজেকে তুলে ধরার যুদ্ধে নারীদেরকে জয়ী হবার আহ্বান জানানো হয় বিভিন্ন অনুষ্ঠানে। পাশাপাশি হয়রানী রোধে নারীরা চেয়েছেন প্রতিরোধ ও সুরক্ষা আইন। আন্তর্জাতিক নারী দিবসে এবারের শ্লোগান ‘পরিবর্তনের জন্য সাহসী হও’। দিবসটি উদযাপনে রাজধানী জুড়ে বিভিন্ন সংগঠনের আয়োজনে ছিল র‌্যালি, সমাবেশ, মানববন্ধনসহ নানা কর্মসূচি। নারীর মর্যাদা ও সমঅধিকার প্রতিষ্ঠায় বাল্য বিবাহ নিরোধ আইনের ১৯ ধারা বাতলের দাবিতে র‌্যালি করে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম। জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও র‌্যালি করে বাংলাদেশ লেবার ওয়েলফেয়ার ফাউন্ডেশন। কর্ম ক্ষেত্রে নারীর সুরক্ষায় নতুন আইন প্রনয়নের দাবি জানানো হয়। নারীর অধিাকার নিয়ে সচেতনতা মূলক এমন আয়োজনে রাজধানীর প্রধান সড়কে দেখা যায় আরো বেশ কয়েকটি সংগঠনকে। উইমেন ইন লিডারশীপ আয়োজিত দিন ব্যাপি সামিটে নারীর এগিয়ে যাওয়ার গল্প শোনান, আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ড. দীপু মনি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ ও র‌্যালি কওে মহিলা দল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে বলেন, গনতন্ত্র ফিরিয়ে আনতে পারলেই নারীর অধিকার প্রতিষ্ঠিত হবে । মঙ্গলবার রাত বারোটায় কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে আঁধার ভাঙ্গার শপথ দিয়ে শুরু হয় নারী দিবসের কর্মসূচি। অনুষ্ঠানে নারী প্রগতির পথে সকল বাধা দূর করতে সরকার কাজ করছে বলে জানালেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। এর আগে, নারীর অধিকার প্রতিষ্ঠায় সচেতনতামূলক নাটক, গান ও নৃত্য পরিবেশন করা হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি