ঢাকা, বুধবার   ০৬ আগস্ট ২০২৫

ইরাকে বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতি বোমা হামলা

প্রকাশিত : ১০:৫০, ৯ মার্চ ২০১৭ | আপডেট: ১০:৫০, ৯ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

ইরাকের তিকরিত শহরে একটি বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতি বোমা হামলায় কমপক্ষে ২৬ জন নিহত হয়েছে। স্থানীয় সময় বুধবার রাতে হাজাজ গ্রামে এ ঘটনা ঘটে। নিরাপত্তারক্ষীরা জানান, অনুষ্ঠানস্থলে দুটি আত্মঘাতি হামলা হয়। এছাড়া নিরাপত্তারক্ষীদের লক্ষ্য আরো আরো দুটি হামলা চালায় সন্ত্রাসীরা। ঘটনার পর পরই ওই এলাকায় কারফিউ জারি করা হয়েছে। এখনও কেউ হামলার দায় স্বীকার করেনি। ২০১৫ সালের এপ্রিলে আইএসের নিয়ন্ত্রণ থেকে তিকরিত শহর দখলে নেয় সরকারিবাহিনী। এদিকে মসুলের পশ্চিমে তাল আফার শহরে গুরুত্বপূর্ণ সড়ক দখলে নিয়েছে ইরাকিবাহিনী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি