মাদারীপুরে প্রতিবন্ধীদের জন্য ভ্রাম্যমান ফিজিওথেরাপি সেবা কার্যক্রমের উদ্বোধন করেন ড. আব্দুস সোবাহান গোলাপ
প্রকাশিত : ১১:৩৩, ৯ মার্চ ২০১৭ | আপডেট: ১১:৩৩, ৯ মার্চ ২০১৭
মাদারীপুরের কালকিনিতে চলছে প্রতিবন্ধীদের জন্য ভ্রাম্যমান ফিজিওথেরাপি সেবা। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে ৪ দিনের এ কার্যক্রমের কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. আব্দুস সোবাহান গোলাপ। এখান থেকে প্রায় দুই শতাধিক প্রতিবন্ধী বিনামূল্যে চিকিৎসা ও ফিজিওথেরাপি পাচ্ছে।
মাদারীপুরের প্রত্যান্ত অঞ্চল রমজানপুর ইউনিয়ন। ইউনিয়নের ড. আব্দুস সোবাহান গোলাপ টেকনিক ইনস্টিটিউট আয়োজন করেছে ৪ দিনব্যাপী প্রতিবন্ধীদের জন্যে বিনামূল্যে চিকিৎসা ও থেরাপি ।
ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. আব্দুস সোবাহান গোলাপ ৭ মার্চ এর উদ্বোধন করেন। বাড়ির কাছে চিকিৎসা সুবিধা পেয়ে খুশি প্রতিবন্ধীদের পরিবার।
থেরাপি সেন্টারের সাফল্য ও চিকিৎসা সুবিধার কথা জানালেন সেবা কার্যক্রমে জড়িতরা।
এদিকে উদ্বোধন শেষে রমজানপুরে আরো একটি স্থায়ী একটি থেরাপি সেন্টার স্থাপনের কথা জানান ড. আব্দুস সোবাহান গোলাপ।
আরও পড়ুন