ঢাকা, বৃহস্পতিবার   ০৭ আগস্ট ২০২৫

পোশাক শিল্পে নারী শ্রমিকদের শ্রম-ঘাম আর কর্তব্য নিষ্ঠায় গত কয়েক যুগে বিপ্লব ঘটেছে

প্রকাশিত : ১১:৪০, ৯ মার্চ ২০১৭ | আপডেট: ১১:৪০, ৯ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

নারী শ্রমিকদের শ্রম-ঘাম আর কর্তব্য নিষ্ঠায় গত কয়েক যুগে বিপ্লব ঘটে গেছে বাংলাদেশের পোশাক শিল্পে। তবে কর্মী থেকে কর্মকর্তা হওয়ার ক্ষেত্রে এখনও পিছিয়ে নারী। আর্থিক টানাপোড়েনে মাধ্যমিকের গন্ডি পেরোনোর আগেই নারী শ্রমিকরা মেধার সবটুকুই ঢেলে দেয় সুই-সুতায়। বহু বছর ধরেই রপ্তানি আয়ে শীর্ষে আছে পোশাকশিল্প। দিনে দিনে প্রায় ৩০ লাখ নারীর শ্রম-ঘামে এই শিল্পের বিকাশ ঘটেছে। অনেকেই মাধ্যমিকের গন্ডি পেরিয়েছেন। অভাবের কারণে আর পারেননি। উপার্জনের জন্য সঙ্গী হয়েছে কারখানার সেলাই মেশিন। নারী উদ্যোক্তাদের মতে, সামাজিক বাধার তোয়াক্কা করেনি নারী শ্রমিকরা। তবে বেঁধে দেওয়া জীবনের মধ্য দিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবার স্বপ্ন খুঁজে পেয়েছেন তারা। দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং ভাবমূর্তির প্রতীক পোশাক শিল্প। কাজের অভিজ্ঞতা আর যোগ্যতায় নিজের অবস্থান বদলের সুযোগ আছে এ খাতে, বোঝেন শ্রমিকরাও। তবে কোথায় যেন আটকে আছে সে সুযোগ। সব মানসিক প্রতিবন্ধকতা সরিয়ে সাহসী পদক্ষেপ নিতে দরকার নিজেদের বদলানোর। প্রতিবছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিটি শ্লোগানই নারীদের বদলে দেয়, মুক্ত করে কুপমন্ডকতার শৃঙ্খল।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি