১০ শতাংশ ভোটারের তথ্য ভুল রয়েছে বলে দাবি করেছে ইলেকশন ওয়ার্কিং গ্রুপ
প্রকাশিত : ১৯:৩৪, ৯ মার্চ ২০১৭ | আপডেট: ১৯:৩৪, ৯ মার্চ ২০১৭
বিদ্যমান ভোটার তালিকায় ১০ শতাংশ ভোটারের তথ্য ভুল রয়েছে বলে দাবি করেছে ইলেকশন ওয়ার্কিং গ্রুপ।
বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ’তথ্য জানানো হয়। সংগঠনের পরিচালক মোহাম্মদ আব্দুল আলীম বলেন, ভোটার তালিকার ৯০ শতাংশ তথ্য সঠিক। তবে, তালিকায় থাকা এক দশমিক আট শতাংশ ভোটার খুঁজে পাওয়া যায়নি। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ভোটার তালিকা বিশেষ হালনাগাদ কর্মসূচি গ্রহনের দাবি জানান তিনি। দ্বৈব-চয়নের মাধ্যমে ‘লিস্ট টু পিপল’ এবং ‘পিপল টু লিস্ট’ এর তিন হাজার ভোটারের উপর জরিপ চালিয়ে এই প্রতিবেদন তৈরি করেছে সংগঠনটি।
আরও পড়ুন