ঢাকা, বৃহস্পতিবার   ০৭ আগস্ট ২০২৫

ভারতে গ্রেপ্তার নব্য জেএমবি নেতা ইদ্রিসকে দেশে এনে জিজ্ঞাসাবাদ

প্রকাশিত : ১৯:৫৭, ৯ মার্চ ২০১৭ | আপডেট: ১৯:৫৭, ৯ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

হলি আর্টিজান রেঁস্তোরায় হামলার সাথে জড়িত সন্দেহে ভারতে গ্রেপ্তার নব্য জেএমবি নেতা মোহাম্মদ ইদ্রিসকে দেশে ফিরিয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। জঙ্গি ও সন্ত্রাস দমনে দেশব্যাপী অভিযান জোরদার করা হবে বলেও জানিয়েছেন পুলিশের আইজি। ঢাকায় অনুষ্ঠিতব্য দক্ষিণ এশিয়া ও প্রতিবেশী দেশগুলোর পুলিশ প্রধানদের তিন দিনব্যাপী সম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলনে এ’সব তথ্য জানান আইজিপি। জঙ্গিবাদ, সন্ত্রাস ও আন্তঃদেশীয় অপরাধ দমনে ১২ থেকে ১৪ মার্চ পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়া ও প্রতিবেশী দেশগুলোর পুলিশ প্রধানদের সম্মেলন। আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল ও বাংলাদেশ পুলিশ যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করছে। সম্মেলনের বিস্তারিত জানাতে বৃহষ্পতিবার দুপুরে পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। সম্মেলনে পাকিস্তানকে আমন্ত্রণ জানানো হলেও সাড়া মেলেনি বলে জানান পুলিশ প্রধান। গুলশানে হলি আর্টিজান রেঁস্তোরায় জঙ্গি হামলার সন্দেহভাজন নব্য জেএমবি নেতা ইদ্রিসের কলকাতায় গ্রেপ্তার হওয়ার বিষয়েও কথা বলেন আইজিপি। জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে প্রতিবেশী দেশের আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয়, সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি