সাঁওতালপল্লীতে আগুন দেয়ার ঘটনায় এসআই মাহবুবুর ও কনস্টেবল সাজ্জাদ জড়িত
প্রকাশিত : ১৯:৪৭, ৯ মার্চ ২০১৭ | আপডেট: ১৯:৪৭, ৯ মার্চ ২০১৭
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালপল্লীতে আগুন দেয়ার ঘটনায় পুলিশের এসআই মাহবুবুর রহমান ও কনস্টেবল মোহাম্মদ সাজ্জাদ হোসেন জড়িত বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তদন্ত প্রতিবেদনে এ’কথা বলা হয়েছে। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের বেঞ্চে ওই প্রতিবেদন উপস্থাপন করা হয়।
গত বছরের ৬ নভেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের জমিতে বাসবাসকারী সাঁওতালদের সাথে পুলিশ ও চিনিকলের শ্রমিক-কর্মচারীদের সংঘর্ষ হয়। পুড়িয়ে দেয়া হয় সাঁওতালদের বাড়িঘর। এ’ ঘটনায় অন্তত তিনজন নিহত ও ২০ জন আহত হয়।
পরে বিষয়টি গড়ায় উচ্চ আদালত পর্যন্ত। গত ৭ ফেব্র“য়ারি গাইবান্ধার পুলিশ সুপারসহ সেদিন চামগাড়ি এলাকায় দায়িত্ব পালনকারী সব পুলিশ সদস্যকে প্রত্যাহারের নির্দেশনা সহ চার সপ্তাহের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট। বৃহস্পতিবার আদালতে ২টি প্রতিবেদন দাখিল করে পুলিশ।
বিভাগীয় ব্যবস্থা নেয়ার জন্য তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক তার প্রতিবেদনে জানিয়েছেন।
দুই প্রতিবেদনেই বলা হয়, এসআই মাহবুব ও কনস্টেবল সাজ্জাদ ছাড়াও পুলিশ বা বাইরের কেউ কেউ ওই ঘটনায় জড়িত ছিলো বলে তদন্ত কমিটির কাছে প্রতীয়মান হয়েছে; কিন্তু তাদের চিহ্নিত করা সম্ভব হয়নি।
আরও পড়ুন