রাঙামাটি সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
প্রকাশিত : ১৮:২০, ৯ মার্চ ২০১৭ | আপডেট: ১৮:২০, ৯ মার্চ ২০১৭
রাঙামাটি সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকালে রাঙামাটি সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন হওয়ার কথা ছিল। প্রতিযোগিতায় অংশ নিতে শিক্ষার্থীরা কলেজে গিয়ে স্থগিতের নোটিশ দেখে। এতে কলেজের ছাত্র সংগঠনগুলো একত্রিত হয়ে বিক্ষোভ সমাবেশ করে। কলেজে ঝামেলা হওয়ার আশংকায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা স্থগিত করা হয়েছে বলে জানান কলেজের অধ্যক্ষ জাফর আহমদ। শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনার কারণে কলেজ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়।
আরও পড়ুন