চট্টগ্রামের মন্দিরের দেবোত্তর সম্পত্তি দখলের চেষ্টা
প্রকাশিত : ১৮:১৮, ৯ মার্চ ২০১৭ | আপডেট: ১৮:১৮, ৯ মার্চ ২০১৭
একটি প্রভাবশালী মহল চট্টগ্রামের চকবাজারে মন্দিরের দেবোত্তর সম্পত্তি দখলের চেষ্টা করছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ সনাতনী মঠ মন্দির সেবায়েত পুরোহিত কল্যাণ সংস্থা।
বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন সংগঠনের আহবায়ক জহুর লাল চক্রবর্তী। তিনি বলেন, প্রভাবশালী মহলটি মন্দিরের সম্পত্তি দখল করে সেখানে মার্কেট তৈরির চেষ্টা করছে। এ’সব কর্মকাণ্ড বন্ধের দাবিতে শনিবার সকালে প্রেসক্লাব চত্বরে মানববন্ধনের ঘোষণাও দেন তিনি। এদিকে, চট্টগ্রামের রাউজানে সেবায়েতকে হত্যার হুমকি এবং লোকনাথ কালীমাতা সুরেশ্বরানন্দ সেবাশ্রমে হামলার প্রতিবাদে দুপুরে প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করেন সেবায়েতরা।
আরও পড়ুন