ঢাকা, বৃহস্পতিবার   ০৭ আগস্ট ২০২৫

সরকারের বিভিন্ন কর্মসূচির কারণে নারীরা উন্নয়নে অবদান রাখার সুযোগ পাচ্ছেন

প্রকাশিত : ১৮:১৭, ৯ মার্চ ২০১৭ | আপডেট: ১৮:১৭, ৯ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

সরকারের বিভিন্ন কর্মসূচির কারণে নারীরা উন্নয়নে অবদান রাখার সুযোগ পাচ্ছেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে ঐতিহাসিক ৭ই মার্চ এবং আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই আহবান জানান। তিনি বলেন, কর্মক্ষেত্রে নারীর উপযুক্ত কর্মপরিবেশ সৃষ্টি করতে হবে। সমাজ, পরিবার- সবক্ষেত্রে নারীর মর্যাদা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে দলের নেতা কর্মীদের প্রতি আহবান জানান হাসিনা মহিউদ্দিন। অনুষ্ঠানে মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ নারী নেত্রীরা বক্তব্য রাখেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি