ঢাকা, বৃহস্পতিবার   ০৭ আগস্ট ২০২৫

মিরসরাইয়ে জঙ্গি আস্তানা থেকে গ্রেনেডসহ বিস্ফোরক উদ্ধারের ঘটনায় মামলা দায়ের

প্রকাশিত : ১৮:১৬, ৯ মার্চ ২০১৭ | আপডেট: ১৮:১৬, ৯ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

চট্টগ্রামের মিরসরাইয়ে জঙ্গি আস্তানা থেকে গ্রেনেডসহ বিস্ফোরক উদ্ধারের ঘটনায় মামলা করেছে পুলিশ। গত বুধবার রাতে সন্ত্রাস দমন আইনে এই মামলা করেন কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের সাব ইন্সপেক্টর শহীদুল বশর। মামলায় ৮ জনকে আসামী করা হয়েছে। এ’ ঘটনায় জঙ্গিদের ভাড়া করা বাড়ির মালিক রিদওয়ানুল হককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার কুমিল্লার চান্দিনায় বাস তল্লাশীকালে বোমা ফাটিয়ে পালানোর সময় দুই জঙ্গিকে আটক করে পুলিশ। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে মিরসরাইয়ে আস্তানা থেকে ২৯টি হ্যান্ড গ্রেনেডসহ বিপুল পরিমান বিস্ফোরক উদ্ধার করা হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি